Friday, September 5, 2014

Review Of VIP Restaunrant , Mirpur-2 , Dhaka






Eatery : VIP Restaunrant
Location: Mirpur-2, Behind Sony Cinema Hall and Beside of Sharma House
মিরপুরের এই রেস্টুরেন্টটা কোন এক অজানা কারণে এখনো আন্ডাররেটেড রয়ে গিয়েছে। আমার পারসোনাল এক্সপেরিয়েন্স কিন্তু বেশ ভালো। ফুড-সার্ভিস কোয়ালিটি, প্রাইস ,এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে বেশ ভালোই। গত রোজাতে গিয়েছিলাম ইফতার করতে, অভিজ্ঞতা বেশ সুখকর ছিল বলেই আজকে আবার তেমন কোন চিন্তা ভাবনা করা ছাড়াই যেতে পারলাম।
আজকে অর্ডার করলাম
1. থাই স্যুপ (1:3) - BDT 280 (Rating 7/10)
2. মিক্সড ফ্রাইড রাইস (1:3) - BDT 290 (Rating 7.5/10)
3.চিকেন সিজলিং (1:3) - BDT 330 (Rating 8.5/10)
4.মিক্সড চাওমিন (1:3)- BDT 250( Rating 9/10)
5.চিকেন ক্যাশুনাট স্যালাড (1:3)- BDT 300 (Rating 9/10)
6. Szechuan Chicken (1:3) - BDT 350 (Rating 9/10)
7. Mineral Water - BDT 40 (পানিরে রেটিং দিতে নাই, কারণ পানির অপর নাম জীবন, রেটিং দিলে পাপ হবে )
8. Cold Drink- BDT 30 Each (কাঁচের বোতলের পেপসি, আহামরি কিছু না)
প্রত্যেকটি আইটেমের সাথেই ভ্যাট ইনক্লুসিভ, আলাদা করে প্যারা দেয়া না (কি শান্তি ! ) থাই স্যুপ বাদে আর সব কয়টি আইটেমই বেশ ভালো রকমের ভালো!!! থাই স্যুপটাও খারাপ না , এভারেজ আর কি। আলাদা করে বলতে হয় চাওমিন, ক্যাশুনাট স্যালাড এর কথা ! চাওমিন এর মধ্যে চিকেন দেয়াতে কোন কিপটামি করে না, উদার হস্তে চিকেন দান করে। আর ক্যাশুনাট স্যালাড এর মধ্য অনেক ক্যাশুনাট , চিকেন স্লাইস , বেশ কয়েক রকমের সস , শশা দিয়ে বানায় , মজা নিয়ে খাওয়া যায়। চিকেন সিজলিং আর সিচুয়ান চিকেন মাশাআল্লাহ বেশ ভাল
প্রত্যেকটা আইটেম ১:৩ বলা হলেও আমরা ৬ জন মিলে খাওয়ার পর ও আলাদা করে ২ ব্যাগ পার্সেল হইসে, এবার বুঝে নেন কোয়ান্টিটির পরিমাণ কতটুকু দেয়
স্বাদে ভালো, দাম সহনীয়, ভ্যাট নাই, পরিবেশ ও ভালো , আর কি চাই! VIP Restaurant নাম হলেও সর্বসাধারণের নাগালের ভিতরেই সব কিছু, নাম শুনেই ভয় পাওয়ার কিছু নাই। আর ওদের ব্যুফে লাঞ্চের ব্যবস্থা আছে দেখলাম । পার পারসন সব মিলিয়ে ৪৯৫ টাকা। নেক্সট টার্গেট ব্যুফে!

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets